জানো! আমাকে আর কেউ  
তোমার মত করে আর কেউ ভালোবাসেনি
হৃদয়ের স্পন্দনের ধ্বনিতে  
এক বাক্যে এক মুঠো ভর্তি আহ্লাদ নিয়ে
শূণ্যতার বুকে অনুভুতির প্রবনতার স্রোতে ভেসে ।


জানো! তোমার দেয়া সকল
সুন্দর প্রাপ্তি লিখে রেখেছি মনের খাতাতে
নীরব অন্তরে নতুন নতুন স্বপ্নের ফুল ফুটিয়ে
তোমার জন্য রাতে ঘুম ভেঙ্গে জেগে থাকি
রাতের চোখে আন্ত সুখ এঁকে ভবিষ্যতের ।


জানো! তোমাকে ভেবে ভেবে
সবুজ সাগর উচ্ছ্বাসে দুলে দুলে উঠে
প্রতিক্ষায় থাকি পূবালী বাতাসের নিবৃত নিশিতে
তীর ভাঙ্গা নদীর মত করি তরঙ্গের খেলা
নীরবতার মধুর সুর আমি শুনি নীরবে ।


জানো! তোমাকে পাবার প্রত্যাশায়
পুষ্পহীন বৃক্ষের ডালে ফুল ফোটাই নীরবে  
রচি জীবন কাব্য অস্বাভাবিক স্বাভাবিকতায়              
জন্ম নেয় নতুন সন্ধিক্ষণে অনায়াসে
অজান্তে জন্ম নব জীবনের নতুন ইতিহাস ।
________________
০৯/০৫/১৬.....এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®