আচ্ছা সত্যি করে বল তো........
তুমি কি আমায় ভালোবাস না প্রেম করো
ফিসফিস করে নয় চিৎকার করে বল
ভালোবাসা হয় চোখের একান্ত ভালো লাগা থেকে।


আর প্রেম হয় হৃদয় ছোঁয়ায় স্নিগ্ধ পরশে
শিহরিত করে হৃদয়ের গভীরতা থেকে
ব্যাকুল অস্থিরতায় মন গহীনে প্রেমের তপস্যায়
স্পন্দনের এক মধুর বাক্যে
এক মুঠো ভর্তি নির্বাক আহ্লাদে।


কখনো এমন ভাবনা আসে মনে  
ভাসায় ভাবসাগরে ভাবনার স্রোতে
তুমি কি আমায় ভালোবাস না প্রেম করো।


যদি আমার ভালোবা......
মুক্ত কর বর্ণিল আকাশে
ভবিষ্যতের হস্তরেখায় আমার অস্তিত্ব থাক
বৃত্তহীন সীমান্তের উপরে মহাকাশে
হয়ত আবার ফিরে আসব একদিন
ভালোবাসা হয়ে নীরবে  
রোমাঞ্চিত ভালোবাসার কাব্য লিখার খাতায়।


আর যদি প্রেম কর আমায় তাহলে
হৃদয় ভরে দিও রুপালি স্বপ্ন
গাংচিলের ডানার শীতল সান্ত্বনা
নূপুরের মধুর কুলকুল ধ্বনিতে বেঁধে রেখ আমায়
জড়িয়ে আমায় বেলীফুল খোঁপার মাধবী হাসিতে
আমাকে নিমজ্জিত করে অবাধ প্রেমে।


বেঁধে রেখ হৃদয়ের স্পন্দনে দু'বাহুর বেষ্টনীতে
তোমার শরীরের স্পর্শ ছুঁয়ে যাক আমার সন্ধ্যা
নিঝুম রাত শিশির সিক্ত প্রভাত ক্লান্ত বিকেল।
_______________
১৪/০৫/১৬…...এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®