স্বপ্নিল রাতে জ্যোৎস্নায় ভিজে তুমি দাঁড়ালে এসে
ভরা চাঁদের আলোয় মন হয়ে ছিল অশান্ত
আমার দৃষ্টি তোমার ভিতরে বিদ্যমান।


জ্যোৎস্না ভেজা শরীরে হৃদয়ের ছাপ দেখা যায়
বুকের গোলাকার ভাঁজের চিহ্ন
রংধনু রঙের শাড়ির ভাঁজে লুকানো যত্নে
অনেক তৃষ্ণা জাগে মনে একটু ছুঁয়ে দেখার।


তোমার অস্তিত্ব আমার মাঝে অনুভব হয়
আমি জীবনের পূর্ণতা পেতে চাই তোমায় ছুঁয়ে
আমি নির্বাক আমার পরিবর্তনে ।


উষ্ণতার আবেগ নিয়ে হঠাৎ জড়িয়ে ধরলে আমায়
তোমার নব যৌবনের ছোঁয়ায় আমি সিক্ত
খুব আদরে এঁকে দিলাম চুম্বন পিপাসিত অধরে
হাতের স্পর্শের মায়ায় ভরে দিলাম আকর্ষিত অঙ্গে
বুকের মাঝে শিহরণের চুম্বন সাজিয়ে
বলিষ্ঠ বাহুর নিপীড়ন কামার্ত হৃদয়ে।


জ্যোৎস্না ভেজা শরীরের ভাঁজে আমি দেখি ক্ষুধার্ত
রতি পর্বের তৃষিত দহন মেখে কামনায়
বিনিময়ে একান্ত কিছু পাবার আশায় ।
______________
১৫/০৫/১৬....এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®