তুমি কি আমার খোলা আকাশ হবে
মনের গহীনে সাত রং ছড়িয়ে।
অনেক বার দরজা রেখেছি খুলে নিজেই
তুমি মেঘের পালক হয়ে উড়ে আসবে বলে
আমার উত্তপ্ত নীড়ের নিস্তব্ধ সন্ধিতে।


সেদিন আমার ঘরের অচেনা অন্ধকারে
রেখেছিলাম বিদীর্ণ প্রদীপ জালিয়ে
প্রতীক্ষার জ্যোৎস্নায় ভিজে ছিলাম একাকী।


যখন তোমার চোখের সবটুকু আলো হারাবে
চাঁদের একরাশ হাসি তোমায় দেবো এনে
উজান ভাটির গান তোমার হৃদয় স্পর্শ করে যদি
তাই রেখেছি সুরের মূর্ছনা দু'হাত ভরে
ভোরের মাধবী হাওয়া তোমার চুলে ছোঁয়াব  
ক্লান্তি ছুঁতে দেইনি আমায় নির্ঘুম রাতে।


পৃথিবীর আলোকিত রূপ হৃদয়ে জড়িয়ে
গোধূলির আবছা আলোর মোলায়েম কোমলতায়
আরশির আড়ালে মায়ার কোনো স্নিগ্ধতা মেখে
শুভ্র মেঘে ভরা বর্ণিল অম্বরের পূর্ণতা নিয়ে  
নীরব অন্তরে নতুন স্বপ্নের ফুল ফুটিয়ে
আমার হৃদয়ে একবার এসো অরবে
আমি তোমাকে একান্ত আপন করে চাই।
________________
১৬/০৫/১৬….......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®