আমি জলের সাথে বাতাসের সাথে
শুভ্র মেঘের আকাশের সাথে সন্ধি করেছি
প্রতিনিয়ত করেছি যুদ্ধ নিজের সাথে
ধুলিকণায় মিশিয়ে জীবনের প্রতিটি কষ্ট
অনেক বার প্রতিজ্ঞা করেছি মনে মনে
অতীতের পাতা উল্টাবো না আর নয়নের জলে।


চোখে বর্ণিল স্বপ্ন আঁকবো ভবিষ্যতের পথে
অতলান্তের তীর থেকে শুধু কুড়িয়ে আনবো
এক মুঠো ভর্তি সুখের নুড়ি।
আমি চেয়েছিলাম বসন্ত কোকিল গেয়ে উঠুক
মিষ্টি মধুর সুরে আমার হৃদয় শাখে
প্রেমের বাণী শোনাক অদৃশ্যের স্বপ্ন ঢেলে।


সুখের পরশ মাখা আমার সমগ্র পৃথিবী জুড়ে
জীবনের আলোকিত রূপে আমি দীপ্ত ছিলাম
বিভোর ছিলাম ভবিষ্যতের স্বপ্ন চয়নে।


হঠাৎ দ্বার প্রান্তে আগমন অতীতের ছায়া
মনের কান্নায় ফেটে উঠে স্বপ্নের পদ্ম
আজ অসহায় চোখে কি খোঁজে আমার দ্বারে
জীবনের আধো ভাঙ্গা ফ্রেমে আবার সেই
পরাজয়ের হাসি মেখে ধূসর ছায়ার ফুলদানীতে।


যেভাবে এসেছিল শূন্য চোখের আবেশে
ফিরিয়ে দিলাম তাকে রিক্ত হাতে এভাবেই
নব দিনের নব সুখের প্রত্যাশায়।
________________
১৮/০৫/১৬….......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®