ভেজা পোশাকের আড়ালে নয়ন স্থির করে
খুঁজি মনে মনে হৃদয়ের কার্নিশে জমানো স্মৃতি
শরীরের ভাঁজে অঙ্গ স্পর্শের গভীর আনন্দ
রোদ যখন ছুঁয়ে যায় কেশ একটু মৃদু দোলায়
চোখের শব্দেরা তখন শ্বাস নেয় মনের গহীনে
সুখের দ্বারে কষ্টরা হাসে খিলখিল করে
প্রেম শব্দটা তখন হয়ে উঠে অনেকটা আকর্ষিত
অভিমানগুলি নিস্প্রয়োজন বলে মনে হয়।


বিশ্বাসের বুকে উঠে প্রতারণার কঠিন ঝড়
ব্যথাগুলি ডুবিয়ে অধরের কাজল স্রোতের ধারে
সুখানুভুতি হাসে আরশির আড়ালের আঙ্গিনায়
তখন বিদীর্ণতায় হারায় স্বপ্নের প্রজাপতি
চুপি চুপি কল্পনায় ভাবি অনেক কথা অস্থির হয়ে
অসম্পূর্ণ বাক্যগুলো তবু পূর্ণ হয় না কখনই
বাস্তবতার সাগরে ডুবে যায় স্বপ্নের তরী।


নিস্তব্ধতায় ঢলে পড়ি তখন অনেক আবেগী হয়ে
মনের লুকানো কষ্টের রঙ এলোমেলো হয়ে ভাসে
ক্যানভাসে আড়ালের রঙে তুলির আঁচড়ে
তখন একান্ত শান্ত চিত্তে একাকী স্থির নয়নে
সব দুঃখগুলো সপ্ত ধনুর উড়ন্ত ডানায় ভাসিয়ে
জীবনের কোরা পাতায় ছবি আঁকি আনমনে।
______________
১৯/০৫/১৬…..এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®