সেই কবে থেকে পিপাসায় ছিলাম কাতর
তৃষ্ণিত আত্মা নিয়ে বন পোড়া হরিণীর মত
মন যেন এক নিরেট পাথর।


হঠাৎ করে সে দিন পানপাত্র হাতে নিয়ে
কে যেন এলো চুপিসারি
দেখলাম তৃতীয় চোখে অনেক ক্ষণ
বৃষ্টি নামল মনে তৃষ্ণা উড়ে গেলো অজানায়।


দগ্ধ জীবনের শ্যামল মাঠ উঠলো হেসে
ভাবলাম এই দুঃসময় কে এলো আবার
হাতে হাত রাখবে বলে।


এক মুঠো স্বপ্ন নিয়ে নয়নের গভীরে
ললাটে কপোলে ভালবাসার ছবি এঁকে
কোনো অচেনা দ্বীপ থেকে এনে হাসি মুখে
নিয়ে সাথে সময়ের পরাজয়হীনতা
আরো অনেক দুর্লভ আনন্দ
মনের আঙ্গিনায় সাজিয়ে নব জীবনের গান।
_______________
২১/০৫/১৬......এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®