প্রতিদিন একটু একটু করে জীবন যায় অতীত হয়ে
নিবীর্য্য পুরুষ ঘুমায়নি অজস্র বছর স্বপনের ঘোরে
অনুতাপের বর্ণ ধারায় কিছু অব্যক্ত অভিমানে
এক অবেলায় ডাক দিয়ে যাবে মরণ ভালোবেসে
আমার এই অসমাপ্ত গল্পের শেষ কোথায়।


যেখানে ছিল শুধুই একরাশ যন্ত্রণার মৌনতা ছড়ানো
কত অব্যক্ত কথা নিয়ে কেটেছে রাত নিঃশ্চুপ
আমি জানি এইভাবেই একদিন ঝরবে সব ঝরনা হয়ে
অসংখ্য কাহিনী লিখা হবে মধুর গভীরতা নিয়ে
আমার কষ্টের বদলে যদি তোমাদের হাসি পায় -পাক
বিদায় দিও শেষের বেলা অঢেল হাসি ভরা ক্ষণে ।


ভোরের আকাশের স্নিগ্ধ বাতাসে সব মিলে যাবে
শেষ হয়ে যাওয়া জলসা ঘরের কুমকুমের মত
দেখবে বিক্ষিপ্ত পড়ে আছে আমার অব্যক্ত কবিতা
নীরবে প্রতিধ্বনি হয়ে মিলবে সুরে সুরের মাধুরীতে।


নির্বাসিত অস্তিত্বরা আবার আমায় পিছু ডাকে মন প্রাণে
এই বার্ধক্যে এসে কেন আবার বাঁচবার স্বাদ জাগে মনে
বিকেলের মলিন ফুলের মালা পরবো আবার মিছে সংসারে
অচেনা নিয়তি সব শেষে প্রবীনের করুণ পরিণতির তরে
আমি কি আবার বদলে গেছি জগতের মায়ার গভীরে ।
______________
২৩/০৫/১৬.....এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®