দীর্ঘ দিন পরে অকারণেই খুলেছি ধুলো মাখা ডায়রি
কিছু মরিচা ধরা ছিন্ন পাতা
মাকড়সার জালে আবদ্ধ
ঊঁইপোকা বাসা বেঁধেছে পাতার ভাঁজে
লিখার মাঝে হাসছে সুখ কাঁদছে দুঃখ
পাতার ভাঁজে এখনো আছে শুকনো ফুলের পাঁপড়ি
হয়েছে বিবর্ণ কত কিছু।


খুঁজে খুঁজে বের করেছি কিছু বিদীর্ণ স্মৃতির ব্যথা
খুঁজে বের করি বকুল বিছানো পথের গল্প
বিলুপ্ত হয়ে যাওয়া শব্দ ছন্দের মিছিল
বসন্তের ফুল ঝরা বিকেলের হারানো স্বপ্ন
স্পর্শে লুকানো জীবনের রক্তিম দিন
কত ব্যর্থ দিনের দলিল।


ব্যস্ত শরতের দিনগুলি আছে আঁকা
ঝিম ধরা শীতে ঘুমিয়ে থাকা আঁচড়বিহীন প্রেম
কত অব্যক্ত অঙ্গীকার
প্রতিটি পাতায় লুকানো একটি জীবনের কাহিনী
পাতা উল্টে খুঁড়ে খুঁড়ে দেখি
বিগত জীবনের হাসি কান্নার গল্প
মাকড়সার জলের আড়ালে
ধুলো মাখা ডায়রির পাতায় পাতায়।
______________
২৬/০৫/১৬.....এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®