মনের অপ্রাপ্ত প্রত্যাশাগুলো
রিক্তের বেদনে হাসে শান্ত নদীর তীরে
আমি আনতে পারি পূর্ণতা চোখের ইশারায়
আমিও যেতে পারি আমার গন্তব্যে।


কিছু অব্যক্ত শব্দের মায়া জড়ানো কণ্ঠ
হৃদয় গভীরে ঢেউ তোলে অবিরত
আমার অনেক ইচ্ছে করে বলতে তোমায়
শোন আমি ডুবে যাচ্ছি ধীরে ধীরে
শান্ত সৈকতের চোরাবালিতে।

তোমার চোখের গভীরে ভালোবাসা খেলা করে
আমিও যেতে পারি তোমার হাতটি ধরে
তবে আমি জানি এ ভাবেই হঠাৎ
চোখে জমে থাকা বালুকণার মত
ঝরে যাব একদিন পান্থ বিকেলের শেষ লগ্নে।


অসম্পূর্ণতার যন্ত্রণা নিয়ে যদি চাও ডেকে নিও
আমায় পাবে পাশে সর্বদা এভাবেই
যুগের বন্ধু হয়ে সুরভিত অনাবিল সুখে
জ্যোৎস্না আঁচলে বেঁধেদেব ভালবাসার গন্ধ মেখে।


একদিন এমনি করে ঝরা ফুলের সৌরভের মত  
স্বপ্ন হারিয়ে যাবে বিকেলের বাতাসে যখন
নিভে যাবে তোমার সুখী আকাশের প্রদীপ জোড়া
অবিনশ্বরের পথে ছুটে যাবে চঞ্চল দূরন্ত মনে
সেদিন আমিও রইবো পাশে রিক্তের বেদনে
হয়ে তোমার একান্ত আপন।
______________
২৮/০৫/১৬....এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®