আমি যত বার মায়াহীন এই শহরে এসেছি
নিজেকে নিঃষ্প্রাণ পাথর মানব অনুভব করেছি
হাতে ধরেছি শুধুই শূন্য বাতাস
নিজেকে হারিয়েছি কত শত বার
আমি পেয়েছি কুৎসিত রাতের একাকিত্ব।


জীবনের সন্ধ্যাবেলা কতই না স্বপ্ন চোখে
যখন একা থাকি ক্লান্তি ভরা চোখে
আমার মন কে বুঝাই কেন এত প্রত্যাশা।


কেটে যাচ্ছে তো জীবন নীরবে ভালই
পৃথিবীর সীমানা ভেঙ্গে নির্বোধের মত
নিজের সাথে প্রতারণা করে
বিষাদের বিষ পেয়ালা হাতে নিয়ে।


যদি আবার জ্বলে উঠে কোন প্রদীপ
রঙিন আবিরে নিশীত আঁধারে
সন্ধ্যা সমীরে দেখব পূর্নিমার চাঁদ মনের হরষে।


দেখব কি করে জ্যোৎস্না রাতে
মনের গাঢ় অন্ধকার থেকে এভাবেই
দুঃখগুলো বেরিয়ে আসতে থাকে একে একে,
কি করে আহত শব্দের মিছিলে মিশে যায় সব
সীমাহীন আকুতি লুকিয়ে তৃষ্ণা ভরা চোখে
হৃদয়ে জমে থাকা নীল কষ্টের শব্দরা
সন্ধ্যা আঁধারে মিশে যায় কি সান্ত্বনা নিয়ে।
______________
৩০/০৫/১৬....এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®