কেঁপে কেঁপে দুলে দুলে চলছে জীবন নামের গাড়ি
জানিনা কখন সময় আসবে থামার
অজ্ঞাত কোন স্টেশনের প্ল্যাটফর্মে
অনন্ত নগর হয়ত নাম তার।


অপেক্ষার অবিরত সময় কেটে যাচ্ছে নীরবে
এক অসীম ক্লান্তি ভরা বিষণ্ণ মনে
যত দিন বেঁচে আছি সাধের এই ভুবনে
দুঃখের কিংবা সুখের স্বপ্নের মাঝে ভেসে।


নিজেই যখন ফিরে দেখেছি সময়ের ওপারে নিমিষে
ঝরে গেছে কত অফুটন্ত মুকুল পথের ধারে
আজ আমি কেন ব্যাকুল ঐ ঝরা ফুল কুড়াতে
মায়ার আবির মেখে ক্ষণস্থায়ী এই জীবনে
ঠিকানা বিহীন মায়ায় জড়িয়ে।


এক হেমন্তে পৃথিবীর শেষপ্রান্তে দাঁড়িয়ে
লিখে যাব নীল কলমে সময়ের ঠিকানা
উঠবে জ্বলে প্রদীপ শিখাতে
আমার রেখে যাওয়া অনুরাগের দীপ্তময় সুরভি।


জগতের সব মায়া মমতা প্রেম উপেক্ষা করে
চলে যাচ্ছে জীবন নামের গাড়ি অসমাপ্ত
নিরুদ্দেশ যাত্রায় ধীরে ধীরে।
______________
৩১/০৫/১৬.....এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®