যেদিন তোমাকে দেখেছিলাম প্রথমবার
সেদিন আকাশে কোন চাঁদ ছিলনা
ঐ গভীর আঁধারে যতটুকু আলো ছিল
শুধুই তোমার প্রেমের উজ্জ্বলতা ছড়ান চারপাশ
আকাশের চাঁদ মূল্যহীন মনে হলো তখন
সকল রূপকথার গল্প মনে হলো তুচ্ছ
আচ্ছা চাঁদ কি এতো রূপসী হয় ?


চারিদিকে শুধুই স্তব্ধ রাতের নীরবতা
খুব কাছাকাছি দু'জন অচেনা মানুষ বসে
কারো মুখে কোন কথা ছিল না
অপলক চেয়ে ছিলাম দু'জন দু'জনাকে
সেই মধুর প্রেম আবীর মাখা নয়নের সৌরভ
এখনো আমার হৃদয় মুখরিত করে রাখে নিরবধি।


দু'জনার মনেই উঠেছিল বাঁধ ভাঙ্গা প্রেমের ঢেউ
শিরায় শিরায় শিহরণ জাগিয়েছিল নিমিষে
তুমি আমাকে ছুঁয়েছিলে কিনা জানিনা
আমি প্রেমের অঝর ঝরায় ভিজে একাকার।


অবাক নয়নে জীবনের সব ক্লান্তিগুলো
পালিয়েছিল দূর অজানায়
ঘন কাল আঁধার রাতে জ্বলজ্বল করছিল
তোমার হৃদয়ে লুকানো ভালবাসার শুভ্র চাঁদ
সারা পৃথিবী আলোকিত করে
উজ্জ্বল করেছিল গ্রহ নক্ষত্রমণ্ডলী
আলোকিত করছিল আমার ভালবাসার রাজ্য।
______________
০২/০৬/১৬....এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®