হে প্রেম ! তুমি ক্ষমা কর আমায়
আমার অজ্ঞাতে প্রতিটি ভুলের জন্য
আমার সকল কৃতকর্মের জন্য আমার ভ্রান্তির জন্য
আমার অগোছালো জীবনের অন্দর মহলে
ভালবাসা ঢেলে দিয়েছে অঢেল বিরহের যন্ত্রণা
ব্যথার আড়ালে স্বপ্নময় হাসি মেখে চোখে।


হে প্রেম ! তোমার স্পর্শ পাবার পর থেকে সব কিছু
কেমন যেন বদলে যাচ্ছে এভাবেই প্রতিনিয়ত
কতবার ঐ হাত ছুঁতে চেয়েও ফিরে গেছো ব্যর্থ হয়ে
মনের রুদ্ধ দ্বার খুলতে চেয়েছ অজস্র বার
হৃদয়ের স্পন্দনের ধ্বনীতে লুকিয়েছি হাসির নিস্বন
নিদ্রায় বিভোর অতীতের ঘুম ভাঙানোর চেষ্টা করছ অনেক।


অরণ্যের বুকে উত্তোলন করে প্রত্যাশার সবুজ পতাকা
আমার হৃদয় জুড়ে ঢেলে দিয়ে নব জীবনের আশির্বাদ
কতবার ডেকেছ আমায়, আমিই দেখিনি ফিরে
সর্বনাশের জ্বলন্ত শিখায় নিজেকে ঢেলে
স্বাগতম জানিয়েছি অনাহুত ব্যাধি শরীরে।


হে প্রেম ! তুমি ক্ষমা কর আমায়
আমায় শুনতে দাও শরীরে ব্যাধির আর্তনাদ নিঃশব্দে
ক্রমে ক্রমে নিথর হয়ে যাচ্ছে হৃদয়ের স্পন্দন
পরাজয়ের নিশান উড়িয়ে বুকে এভাবেই না হয়
রক্ত গাঢ় হয়ে ঝরে পড়ুক নয়নের ঝর্ণা হয়ে অবিরত
রক্তের মিছিল প্রবাহিত হোক আমার হাতের শিরায় শিরায়
স্বচ্ছল হয়ে উঠুক পুনরায় কবিতা লিখার তরে।


আমার পৃথিবীতে ক্রমোন্নতি করছে অন্ধকার
ধীরে ধীরে আমি ঢলে পরছি ক্লান্ত বিকেলের ছায়ায়
একটু পরেই নামবে বুকে নিষ্ঠুর গভীর আঁধার
তখন আমি তোমার নীল আঁচলের সুগন্ধ জড়িয়ে
শান্ত করবো আমার অতৃপ্ত জীবনের স্বাদ
বাকি সব থাকবে স্মরণীয় লিখা হয়ে হৃদয় খাতায়
হে প্রেম ! তুমি ক্ষমা কর আমায়।
______________
০৩/০৬/১৬....এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®