ওগো শ্যামলিকা .......
তুমি হেসো না এভাবে মিষ্টি করে
তুমি হাসলে ফুল ঝরে পরে তোমার চোখের পাতায়
জ্যোৎস্না হারায় তার পূর্ণতা তোমার হাসির আড়ালে
তুমি হাসলে তখন খুব ইচ্ছে করে তোমায় পেতে
তোমার অবয়ব ছুঁয়ে যায় আমার কামনার দৃষ্টি
তোমার নয়নে আঁকা কত রূপকথার গল্প।


ওগো শ্যামলিকা .......
যখন তুমি জানালায় দাঁড়িয়ে ছুঁয়ে যাও
আমার সুবিবেচক হৃদয় নন্দিত চাহনিতে
তখন অনুপম শিহরণ জাগে আমার মনের গভীরে
তখন মনে মনে ভাবি যুগ যুগ ধরে কি কারণে
জ্ঞানীগুনী লিখছেন প্রেমের কল্প কাব্য
ভালবাসার জন্য ত্যাগী হয়েছেন অগনিত মানুষ
ধ্বংস হয়েছে নগরী ট্রয়ের মত কত মন
আবার কেউ গড়েছে ভালোবেসে তাজমহল।


ওগো শ্যামলিকা .......
আমি জানি তোমার ভালবাসা নয় রূপহীন গন্ধহীন
সে যে এক জীবন্ত হৃদয় সমুদ্রের অশান্ত ঢেউ
প্রবাহিত রক্তের সাথে মিলে শরীরে জাগায় তৃষ্ণা
ইচ্ছে করে হাত দু'টো ধরে বলি
চাঁদনি রাতে শপথ করে কথা দিলাম
সারাজীবন থাকবো আমি তোমার হাত ধরে।
______________
০৫/০৬/১৬.....এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®