জীবনের খরা তাপে আমি হাসতে ভুলে গেছি
সকল ব্যথা ভুলেছি ধীরে ধীরে
আজীবন লালিত স্বপ্নেরা আজ পরম অবাধ্য
বিমূর্ত এই পৃথিবীর বুকে শুধুই ধূসর সন্ধ্যার ছায়া
চোখের পাতায় নেমে আসে নিঝুম অন্ধকার
সারা জীবন অকারণেই ছুটে চলা
সোনার হরিণের পিছু পিছু।


এখানে রয়ে যায় শুধু স্মৃতির বিবর্ণ ধুলি
কাঠের কাঠামে বাঁধা আমার কারারুদ্ধ হাসি
যবনিকা টেনে নিজ অস্তিত্বের
আমি মেতেছি শেষ প্রহরের রঙের খেলায়।


চেয়েছিলাম রংধনুর রঙে মন ভুলিয়ে
হৃদয়পটে যাব ছুঁয়ে এভাবেই
কান্না হাসির মায়াজাল ছিঁড়ে নিজেই
বিগলিত অশ্রুধারা মুছে নয়নপাত থেকে
ছড়াবো বিমুগ্ধ মাধুরী হাসি।


কিন্তু আজ চেয়ে দেখি মনের গহীনে
ঝরা শুকনো পাতার মড় মড় সুরে বাজে
কারারুদ্ধ হাসির আড়ালের ব্যর্থতা
থাক স্মৃতি থাক আজীবন
পরাজয় মাখা জীবনের খাতায় স্বর্ণাক্ষরে লিখা।
_______________
০৭/০৬/১৬.....এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®