আজ নীল গগনের মন আঁধার আচ্ছন্ন
নীরদ নিরুদ্দেশের পথে অবিরাম গর্জনে ছুটে চলেছে
সেই অব্যবহৃত তুলি নিয়ে বেরিয়ে পড়ি
পুরাতন রাস্তায় বসে আঁকবো বলে
কালো পিচের দগদগে ঘায়ে প্রতিফলন পড়েছে
যেখানে নীল মেঘের দানাদার আস্তরণ
হয়ত এখন হবে উত্তাল মেঘের সাথে বৃষ্টির সঙ্গম।


আকাশে বাতাসে চলছে বিরামহীন বিচ্ছেদ ছোঁয়া
সীমাহীন আকুতি ছিল তৃষ্ণা মাখা চোখে
জীবনের রোদ্দুর তাপে অসমাপ্ত কাজগুলি
চিরকাল এমনি ভাবেই রয়ে যায়।


বসন্তের আগমনে ফোটা কৃষ্ণচূড়া এখন বেশ ফ্যাকাসে
অচেনা সুখের ছবি এঁকেছি কত আনমনে
দুঃখগুলি কখনই আঁকা হয় না
নিজে নিজেই ভেসে উঠে তুলির আঁচড়ে।


আচ্ছা সুখ কি শুধুই সুখীদের জন্য নির্ধারিত
সুখের ভাগ কি শুধু তাদের একাই
কখনো দুঃখের ছবি দেখে জীবনের মানে খুঁজবে।


হঠাৎ অঝোর বৃষ্টিতে আধো আঁকা সুখের ছবির রঙ
নিমিষেই ধুয়ে বয়ে গেল বিন্দু বিন্দু হয়ে
শুধু রয়ে গেল কিছু কষ্টের আঁচড় সাদা পাতার বুকে।


জীবনের এই সুদীর্ঘ পথে কত মেঘ রোদ্দুরের ছাপ
কত মুছে যাওয়া ছবি কত অব্যক্ত স্বপ্ন
কত অসমাপ্ত মায়া জালের আলিঙ্গন
কত কিছু হারিয়ে গেল জীবনের স্বাভাবিক পথে।
______________
০৮/০৬/১৬.....এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®