একটা সুখী জীবন গড়তে কতটুকু সুখ চাই
কতটুকু প্রয়োজন প্রাচুর্য্যের
সাময়িক জীবনে আর কতো অভিলাষ।


কালিক কষ্ট থেকে মুক্তি পেতে
পা বাড়ালাম বিলাসিতার গাঢ় অন্ধকারে
প্রবাস নামক অনিন্দ্য সুন্দর প্রত্যাশিত জেলে
অনিশ্চিত সুখের হাতছানি পাব ভেবে।


লক্ষ তারার আলো থেকে নিজেকে বঞ্চিত করে
জীবনের ক্লান্তিহীন অবিরাম পথ হেঁটে
চাঁদহীন আকাশের কষ্টের নীল মেঘে উড়ে
নির্বাক সময়ের এলোমেলো স্রোতে ভেসে  
আলো আঁধারের নিরন্তর খেলায় মেতে।


তবুও বাস্তবতার কাছে বারবার হেরে গিয়েছি
দুরন্ত পথের বাঁকে দাঁড়িয়ে অতীতের জাবর কাটি  
বিবর্ণ স্মৃতি স্মরণ করে কাঁদি আর প্রলাপ করি
আমি হেঁটেই চলেছি অপ্রাপ্ত প্রতীক্ষা নিয়ে বহুদূর
আজো বিকেলের নির্মম স্নিগ্ধতার আবেশ
স্পর্শ করেনি আমার তপ্ত দুপুর।


গুনে গুনে সুখের প্রহর জ্বালিয়ে কালের অগ্নিদাহে
এভাবে আমি হলাম অজস্র কষ্টের মালিক
আমি সমগ্র পৃথিবীর শ্রেষ্ঠ কষ্টধনী।।


______________
০৯/০৬/১৬.....এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®