প্রতিদিন প্রাতে সবুজের পথে পথে
জীবন খোঁজ করে তারুণ্যপূর্ণ যৌবন পুনর্বার
কতবার পেয়েছি জন্ম নুতন করে
তোমার স্নিগ্ধ হাসিতে।


তপ্ত দিনে বৈশাখী ঝড় এসেছে কত বার
তোমার করুণায় ফুটেছে মুকুল হৃদয়ের ডালে
তবু কেন পথ হারাই  নিজের ভুলে।


চাঁদের আলোয় ভরুক আকাশ আবার
সমস্ত শরীর জুড়ে আবীর মেখে
ভীষণ প্রসন্নতা ছুঁয়ে যাক অনিন্দিত ক্ষণে
ফিরে আসুক ঐশ্বরিক মৌনতার সুবাস
যেখানে কত শব্দের আল্পনায় সাজানো
দু’জনার প্রেমের অনামিকা স্বাদ।


অব্যক্ত কথাগুলো উজান স্রোতে ফিরে আসুক
নির্মল পবিত্র এক ভালোবাসার
অবিচ্ছেদ্য প্রেমের টানে
জীবনের আমূল পরিবর্তনে
জীবন হোক মুখরিত আনন্দ ভরা
এক ঝাঁক পাখির প্রভাতী কলরবে।


আবার নব রঙ তুলিতে আঁকবো সুপ্ত প্রহর
সাজাবো সন্ধ্যা তৃপ্ততার অপার আনন্দে
তোমার আঁচলের বকুল বাঁধা সৌরভে।
______________
০৯/০৬/১৬....এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®