আমার ফেলে আসা প্রথম ভালবাসা
তোমার আঁচলের গন্ধ মাখা উজ্জ্বল হাসি
শব্দহীন ঠোঁটে নির্বাক নয়নে আমি চেয়ে থাকি
নীল আবেগ মেখে ভেসে চলেছিলাম নিজেই
পৃথিবীর সঝঘরে অজানা অতিথি হয়ে
অনন্ত নিলয় হৃদপিণ্ডের ভাঁজে ভাঁজে রেখেছি
আমার অব্যক্ত ভালবাসার প্রদীপ।


কখনো তোমার মনে পড়ে কি সেই মুহূর্ত
হৃদয়ের কথা যখন থাকেনা গোপন
একে একে জেনে যায় সবাই
যেমন ঢাকে না মেঘের আড়ালে শুভ্র চাঁদ
প্রবল বাতাসে ফুলের সৌরভ।


সকালের সুমিষ্ট আবেগের বর্ষায় ভিজে
এক শান্ত আবিরের ধারায় মেতে বসন্ত বিকেলে
এখনো মনে পড়ে মেঘমুক্ত নীল আকাশ
তারা ভরা পূর্ণিমা মাধবী রাত
ভীষণ এক অস্থিরতা ছুঁয়ে ছুঁয়ে যেত
স্রষ্টার দানে ঔ অনিন্দিত ক্ষণে।


পাওয়া হলো না আমার সেই বিকেলের আকাশ
যে স্বর্ণালী প্রভায় আলোকিত করে হৃদয়
প্রেমের রঙিন মেঘমালা উড়ে গেছে নিরুদ্দেশে।


আজ জীবনের শেষ বিকেলের সীমান্তে দাঁড়িয়ে
এখন এই রুদ্ধজীবনের যবনিকা কালে
কেন মনে বাঁধি আবার সেই অসম্ভবের আশা।
______________
১১/০৬/১৬.....এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®