পথের ধারে ঘুমিয়ে থাকা মেয়েটি
আধো ছেঁড়া কাপড় গায়ে ময়লা জর্জরিত
শরীরে দুর্গন্ধ অনেক
যেদিক দিয়ে যায় সবাই দূর দূর শব্দে তোলে কলরব।
এখনো পুরোপুরি যৌবনে পা দেয়নি মেয়েটি
শরীরে তার নব বসন্তের হাতছানি
চোখে আগামী দিনের অগোছালো স্বপ্ন মাখা
মিষ্টি ঠোঁটে হাসি মেখে কত আবল তাবল
কথোপকথন করে চলে একাকী।


কি জানি কে রাতের আঁধারে
মেটালো তার নরপিচাশী শরীরের ক্ষুধা
কার নষ্ট মানসিকতা ঢেলে দিল তার চরণে
কি জানি কার করুণায় ফুটলো মুকুল
তার দুর্গন্ধ যুক্ত শরীরের মৃত্যু ডালে।


হয়তো নিষ্ঠুর অনাচারে ব্যথায় চিৎকার
করতে ও পারেনি মেয়েটি
প্রতিবাদ ও করার ক্ষমতা ছিলনা তার
তারপর ধীরে ধীরে মমতার টানে ভরে উঠলো
শরীরের প্রতিটি অঙ্গ প্রতঙ্গ।


অন্যের ঘৃণিত পাপের শিখা জ্বলে উঠল
তার নব উদয় দিগন্তে
ভরে দিয়ে গেল তার রিক্ত প্রান অম্লান
এক অভিশাপ্ত উপহারে।
______________
১২/০৬/১৬.....এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®