বাস্তব আর কল্পনার মাঝে নিজেই
এক অদ্ভুদ সীমা রেখা টেনে
চারিদিকে শুধু চলছে বিত্তের প্রতিযোগিতা।


সহস্র মানুষের যানজটের মাঝে
ভেসে উঠে এক করুণ আর্তনাদের ধ্বনি
শরীর আজ ক্ষত বিক্ষত ফরমালিনের নেশায়
জাতি হয়েছে মেরুদন্ডহীন মায়া মমতাহীন
মেতেছে বিবেক বিচারহীন পেশায়।


বসে বসে দেখছি আজ কত যুগ ধরে
চরম দহনে পুড়ছে মন যুগের অভিশপ্ত তাপে
ক্ষুধার সময়ে বেদনার্ত প্রহরে কেটে যায় দিন রাত
মানচিত্রে বসে পান করে রক্ত বিত্তের নেশায়।


ঘরহীন মানুষগুলোর পথের ধারে সংসার
বিবর্ণ জীবন বাতাসী বাসনায় কাটে প্রতিক্ষণ
বিয়াল্লিশ বছর ধরে খুঁজছি দুঃখ মোছার হাত
পথের ধূলো গায়ে মেখে  শুধুই দীর্ঘশ্বাস।


আমরা আছি বেশ মানুষের রূপে লুপ্ত মানব প্রীতি
পদে পদে হয়েছি স্বার্থের টানে
ফরমালিন যুক্ত জাতি।
______________
১৪/০৬/১৬.....এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®