তোমাকে একটি মিষ্টি সকাল উপহার দেব বলে
আমার কত রাত কেটেছে বিনিদ্র এভাবেই
তবুও তোমায় দিতে পারিনি কাঙ্খিত শুভ্র সকাল
নিজেকে লুকিয়ে রেখে আড়ালে কত কেঁদেছি আমি একাকী
তোমার ঠোঁটের মলিন হাসি আমায় ছুঁয়ে ছুঁয়ে যায়
তোমার হাসির আড়ালে আমি প্রতিদিন তোমায় খুঁজি।


তোমার ছোঁয়া কল্পনার সুখগুলো জীবন্ত করে আমায়
ভালবাসার মুগ্ধ ছোঁয়ায় জড়িয়ে।
তোমার প্রতিক্ষার প্রহর আরো মধুর হয়
যখন তুমি বেরিয়ে আস আমার কবিতার শব্দ হয়ে
তোমার বিনয়ী কথা মাধুরী ছড়ায় আমার অনন্ত প্রহরে।


তুমি জানো তোমায় ভেবে ভেবে কাটে আমার
নির্ঘুম রাতগুলি সুখের পরশ মেখে
রাতের স্তব্ধ নীরবতা তোমার কন্ঠ হয়ে এসে
কত কথোপকথন করে আমার সাথে
তোমার হাসির শব্দ শুনতে পাই আমার হৃদপিণ্ডে
কত অগনিত প্রহর কেটেছে তোমার কল্পনার মুগ্ধতায়।


কত কত নামে আমি ডেকেছি তোমায় একাকী
আজ তুমি কত দূরে প্রবাসে জীবিকার টানে এভাবে
তবুও তুমি আছ আমার অন্তরের গহীনে
হৃদয়ের স্পন্দনে মিশে।


আচ্ছা! তুমি কি শুধুই আমার কল্পনার সঙ্গী
মধ্য রাতের বিমোহিত কবিতার শব্দ মালা
তুমি কি কখনো আসবে বাস্তব হয়ে
আমার একান্ত সুখের শান্ত নীড়ে।
_______________
১৫/০৬/১৬......এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®