আজ আমি সারা রাত নির্ঘুম থেকে
আমার ঘুম সব টুকুই তোমাকে দিয়ে দেব ভাবছি
তোমার চোখে কেটে যাওয়া বিনিদ্র প্রহরগুলো
ভরে দিবো অসীম নিদ্রা সুখে।


কত বসন্ত এলো ধরাতে ফুটিয়ে কৃষ্ণচূড়া
জ্যোৎস্নায় বিভোর প্রেমের অভিসারে
তোমাকে আরো করে তোলে উতলা
সাঁঝের বেলা প্রদীপ জ্বলে বিবর্ণ শিখায়
দুপুরের ঝোড়ো হাওয়া মলিন পাতার নিথরে
প্রতীক্ষার প্রহর শেষ হয় না তোমার।


আচ্ছা ! বলতো কিসের এতো প্রতীক্ষা তোমার
অসম্পূর্ণ স্বপ্নের ব্যর্থতার আড়ালে এভাবে
কোথা থেকে ভেসে আসে ঐশ্বরিক সুখের অস্থিরতা
নিবিষ্ট মনে সময়ের কোলে কখনো কি বাজে না
চেনা সুরের সেই সুমিষ্ট কল্লোলধ্বনি।


সব কিছু করে অতীত একান্ত মনে
আবার সাজাও নতুন করে প্রেমের অনামিকা
আমার ঘুম সঙ্গে যুক্ত করে অনাবিল সুখে
বিকেলের আকাশ স্বর্ণালী প্রভায় আলোকিত করে
অঞ্জলী প্রহরে নিঃশ্বাসের সুর তুলে আবেগীর স্বপ্নে
ঘুমাও তুমি অসীম ঘুমের সুখে সুখী হয়ে।
_______________
১৭/০৬/১৬......এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®