এভাবেই চলছে সব........
ভিক্ষুকের উপোসিত কাটে একে একে কত রাত দিন
ধরায় তারা বিত্তের মোহে দিয়েছে ফাঁকি নিত্য দিন।
রোজার দোহাই দিয়ে করে শুধুই মিথ্যে আহাজারি
ভিক্ষুকের লক্ষ্মী পায়ে পায়ে তাই ঘুরে বাড়ি বাড়ি।


তুমি কি জানো..........
এক টাকায় হাজার দোয়া করে যেমন মন ভরে
এতো দোয়া নিয়ে তুমিও সেভাবে দাঁড়াবে পরপারে
সকাল থেকে সন্ধ্যা প্রতি দ্বারে আনাগোনা নির্দ্বিধায়
জীবন তাদের যাচ্ছে কেটে এভাবেই করে অভিনয়
সময়ের প্রবাহে চলছে ভেসে যত দূর যাওয়া যায়
ভিক্ষুকের রোজা কর্মের নয় শুধুই লোক কে দেখায়।


একটু ভেবে দেখো..........
এক টাকা দিলে সত্তর টাকা পাবেন বলে অনায়াসে
দশ টাকা পেয়ে ভিক্ষুক দেখো কি মুচকি মুচকি হাসে
পাতার ঘরে আছে সব বিলাসিতা আছে ফ্লাট টিভি
খুঁজে দেখো ভালো করে তারও আছে দু'চারটি বিবি
জমা আছে ব্যাঙ্কে তার লক্ষ্র লক্ষ ভিক্ষার টাকা
তবুও সে ঘুরে দ্বারে দ্বারে হাত পা করে বাঁকা।


আমাদের করণীয়..........
আপনারা যখন দিবেন দান খয়রাতের জন্য কিছু
ভালো করে জেনে নিবেন তার সব আগে ও পিছু
আত্মীয় স্বজন যারা গরীব আছেন তার অধিকার আগে
তাদের উপকার করুন প্রথম ভিক্ষুকদের দেওয়ার আগে
রামজান হলো নেকির মাস করুন উপকার মন খুলে
আত্মীয় স্বজন গরীব মানুষদের সব দ্বিধা দ্বন্দ্ব ভুলে।
_______________
১৯/০৬/১৬......এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®