একটা আধভাঙ্গা মলিন কলম হাতে
সামনেই সাদা পাতার খাতা
ব্যাকুল মনের অনেক কথা লিখে লিখে কাটে দিন
মন অনেক ব্যস্ত কি অদ্ভুত সব চিন্তা ধারা।


বাস্তবতার সীমানা পেরিয়ে স্বপ্নের সিঁড়ি বেয়ে
এগিয়ে চলে আনমনে এলোমেলো কল্পনায়
মাঝে মাঝে আমার মনে হয়
আমার ভালবাসার কবিতা প্রেমের কথা কাব্য
মলিন কালিহীন কলম থেকে
কোরা পাতার বুক পর্যন্ত সীমাবদ্ধ।


প্রেমের গল্প লিখি কবিতা লিখি কত কি
চাঁদের বিভোর প্রেম অভিসারে ভেসে।


কিন্তু প্রদীপের নিচেই যে আধাঁর থাকে
ঠিক তেমন সময়ের খরা তাপে কখন যে
নিজেই এক নিরেট পাথরে পরিণত হয়েছি
সব কিছুই যেন সাময়িক ভালো লাগা
আবার ক্ষনিকের অতিথির মত হারিয়ে যাওয়া।


কেন যে এক স্থানে স্থির থাকতে পারি না
বাতাসের মত জীবন প্রবাহে ঝরা পাতাগুলো
জমাট বেঁধেছে মনের গহীনে
কতবার চেষ্টা করেছি সব কিছু ভুলে
জীবনটা রাঙাই বসন্তের রঙে
কারো ভালবাসার মাধুরীতে কারো প্রেমে।


নিমিষেই বিধাতার নির্মম পরিহাসের বাতাসে
উড়িয়ে নিয়ে যায় এক দূর অজানায়
সেখান থেকে ফেরা হয়ে উঠে না কখনই।


এমন করেই বেঁচে আছি তোমায় ছাড়া
পাতা ঝরার শব্দের মিতালীতে নিজেকে মেখে
সাঁঝের বেলার প্রদীপের নিচের আঁধার হয়ে।
______________
২০/০৬/১৬.....এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®