গভীর নয়নে চেয়ে দেখো দর্পন পানে অনেক ক্ষণ ধরে
নয়নের নীলে দেখতে পাও কি সেই প্রতিচ্ছবি
ঘন অরণ্যে ছুটে যাওয়া আনমনে একাকী।


কতটুকু মায়া বেঁধে রেখেছো তোমার ক্লান্ত চোখের পাতায়
স্থির হয়ে দেখো দর্পন তোমার মনের কথা বলে
নিভৃত হৃদয়ের দ্বার খুলে
প্রেমের প্রদীপ জ্বালায় নীবিড় সন্ধ্যায়।


তোমার দিন কেটে যায় এভাবেই নীরবে হেসে
গোধূলি বেলায় বেলাভূমিতে হারিয়ে
আগামী দিনের কত বিধুর স্বপ্ন মেখে দু;'চোখে।


তুমি অভিমানী অনেক তোমার কম্পিত ঠোঁটের স্পন্দনে  
ডুবে থাকো সর্বদা এক অবাস্তব স্বপ্নের জগতে
তেলশূন্য নিবু নিবু প্রদীপের পলতের মতো। .


তোমার রক্তিম শরীরের তম্বী ভাঁজে ভাঁজে
লুকিয়ে রাখা অভিসারের সুখ দর্পনের বুকে ভেসে উঠে
তুমি বার বার ফিরে যাও আরো সুখ পেতে
দর্পনের একাকী বিমুগ্ধ আলাপনে।


আয়নার চোখে চোখ রেখে নিজেই হাসো একা বাঁকা চোখে
আঁচল উড়িয়ে মৃদু কম্পনে রংধনুর রঙ জড়িয়ে
কি ভাবে বেঁচে থাকো তুমি ছায়ার মায়া নিয়ে।


আমি চেয়ে চেয়ে দেখি আনমনে নির্বাক নয়নে নীরবে
দর্পনের আড়ালের পরম সুখ নিয়ে হাসি মুখে
তোমার জীবনের অলস প্রহরের নির্লিপ্ত জমিনে
বিভোর সমান্তরালে স্বপ্নের সিঁড়ি বেয়ে
ছুটেই চলেছো স্বর্গ সুখের সপ্তডিঙ্গায় চড়ে  
ফ্রেমে বাঁধা দর্পনের আলাপনে।
_______________
২১/০৬/১৬......এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®