তিমির রাত্রি ভেদ করে অবিরাম
ছুটে চলা ঘড়ির কাঁটার মত ক্লান্তিহীন
কত সময় কেটেছে ঘোর আঁধারে না ভেবে
চোখে নিয়ে অদৃশ্য ভবিষ্যতের স্বপ্ন ।


মুঠো মুঠো রোদ গায়ে মেখে কাদা জড়ানো পিঠে
তপ্ত বৃষ্টিতে ভিজে হাঁটু হাঁটু তুষার ডিঙ্গিয়ে
শুধুই ছুটে চলা জীবনের তাগিদে নির্বিকার
মাঠ থেকে ঘাটে,ঘাট থেকে মাঠে একি ভাবে
কেটে যায় জীবনের প্রতিটি রাত দিন ।


আমি ও মানুষ, খেটে খাওয়া মানুষ
আমার ও ইচ্ছে হয় ঘুমাই মায়ের আঁচল ছায়ায়
প্রেয়সীর প্রেমে মন রাঙ্গাই ভালবেসে
হাসি কাঁদি ভাই বোনের আদর ঝগড়া জড়িয়ে।


একটু সুখের আশায় হারালাম নিমিষে কত কি
ক্লান্তির আড়ালে মিলে যায় অনেক কিছু
একাকিত্বের কষ্ট স্বাদে ভরা প্রবাসী জীবনে।
______________
২২/০৬/১৬....এথেন্স,গ্রীস
© Copyright 2016 ®