এক নাম না জানা প্রবাহিনী তীরে
যেখানে আছে সাদা কাশফুলের সমারোহ
উতলা ঢেউ নাচবে তোমার নূপুরের ছন্দের তালে
তোমার চিরল আলতা পায়ে স্পর্শ করে
পাবে জীবনের স্বর্গ সুখ।


চলো সেই তেপান্তরের ওপারে
মাঘের এক হাড় কাঁপানো কনকনে শীতে
নীবিড় সন্ধ্যায় আগুন জ্বালিয়ে গল্প করবে শত
কোন এক শিশির ভেজা প্রান্তে
কলমি ডগায় ভ্রমরের অবিরাম নৃত্য দেখবে।


কোনো এক তুষার ঢাকা পাহাড়ের
কৃষ্ণচূড়ার শীতল ছায়াতলে
চাদর উড়ানো উষ্ণতায় ভবিষতের রঙিন স্বপ্ন দেখবে
ধোঁয়া উঠা কফির পেয়ালা হাতে
তুষারের কোমলতায় মনের আল্পনা আঁকবে।


শরতের লাল নীল পাতা ঝরা পথে
হেঁটে যাবে মনের অজান্তে দূর বহুদূর
মনে জাগাবে ফাল্গুনের অপূর্ব বাতাসের গুঞ্জনের সাধ
শুকনো পাতার মড়্ মড়্ গানের সুর শুনবে
তোমার হৃদয় জুড়াবে মুখরিত শরতের স্নিগ্ধতায়।


গ্রীষ্মের চৈতালি দুপুরে জীবনের সব ব্যস্ত
কোলাহল মেখে যাবে সমুদ্র স্নানে
দিনান্তের অস্ফুট অন্ধকারে যখন ঢেকে যাবে পৃথিবী
দিগন্তে দেখবে চেয়ে চেয়ে নির্বাক নয়নে
কত মায়া লুকিয়ে আছে জীবন চলার পথে।
______________
২৩/০৬/১৬....এথেন্স,গ্রীস
© Copyright 2016 ®