ঠোঁটে মিষ্টি হাসি জড়ানো মেয়েটি,
কথায় কথায় খিল খিল করে হেসে উঠে,
আমি মুগ্ধ হয়ে তাকিয়ে সেই হাসি দেখি,অমূল্য হাসি।


যখন কথার ছলে পাশে এসে দাঁড়ায়,
তখন খুব ইচ্ছে হয় হাতদুটো ধরে বলি,  
যাবে আমার সাথে ঐ দূর তেপান্তরের সীমানা পেরিয়ে।  


যেখানে সূর্য ঝরায় রক্তিম পাপড়ি,
যেখানে গগন আর ভূমির মিলন বাসর,
সন্ধ্যা বেলায় মনের আবির মেখে দিনের ক্লান্তি ভুলে।


যাবে আমার সাথে বিদীর্ণ প্রান্তে,
হৃদয় মালঞ্চে ফুল ফোটাতে মৌনতায়,
যেখানে সর্বদা চন্দ্রিমা থেকে ঝরে পড়ে, কুমারী কিরণ।


যাবে আমার সাথে জোনাকির মিছিলে,
মালতী সুরভিত করে রাখে মনের বাতায়ন,  
সেখানে গড়বো নক্ষত্রের আলোয় এক প্রেমের প্রাসাদ।


যাবে আমার সাথে তপ্ত রোদ্দুর পেরিয়ে,
মেঘের দেশে যেখানে মুক্ত শিশিরে পা ভিজিয়ে,
ঐ খোঁপায় বাঁধবে শুভ্র মেঘের কাশফুল, মনের হরষে।


জানো তোমার নিঃশ্বাসের উত্থান পতন,
আমার হৃৎপিণ্ডে অসীম অস্থিরতা সৃষ্টি করে,
আমায় বিমুগ্ধ করে, সাজায় অসাধারণ গল্পের রাত।


ইচ্ছেগুলো সবুজ নিঃশ্বাসে হয় বিলীন,
যখন তুমি নিমিষে হারাও চোখের আড়ালে,
আমি নির্বাক চেয়ে থাকি আবার দেখার প্রত্যাশা নিয়ে।  
_______________
১৪/০৮/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®