অনন্ত কালের ক্লান্তি নিয়ে ধুলো মাখা-দর্শনে
আয়নার সামনে দাঁড়াই-সন্ধ্যায়,
চেহারা আছে ঠিক আগের মতোই - শুধুই
পাল্টে গেছে কিছু কালের পথ চলা।


প্রত্যাশা ছিল যতটুকু আজ হয়েছে - বিলীন
তবুও চোখের পাতায় ভাসে পূবালী বাতাসে
ঝরে পড়া পাপড়ির স্পন্দন।


ব্যস্ত শহরের শেষ প্রান্তে যখন নেমে আসে-কান্তি
ঘন কালো ছায়া শুকনো পাতার আল্পনায়,
তখন জেগে উঠে আমার নয়ন পাতে,
অজস্র ছিন্ন স্বপ্নের কাব্য ।  


তখন নিজের সাথেই শুরু করি -কথপোকথন
আর কত অভিনয় নিজের সাথে -আর কত
ছায়া চিত্রের প্রতিটি দৃশ্যে আমার চেহারা,
প্রশ্ন করে আমায় বিদ্রুপের হাসি হেসে।

কি আছে তোমার হাতের মুঠোয় নিঃস্ব পথিক
পরিত্যাক্ত পথের বাঁকে বাঁকে পড়ে আছে
কিছু অশ্রুবিহীন কান্না-ধ্বংসের প্রতিচ্ছবি।


বার বার হেসে উঠি নিজের অজান্তেই-আমি
নির্বাক হয়ে দাবি করি যা আছে আমার - দেখো
এটাই আমি এটাই আমার চলমান জীবন।
_______________
১৬/০৮/১৬.......এথেন্স,গ্রীস
© Copyright  সংরক্ষিত ®