সেদিন তোমায় দেখলাম আয়নার সামনে দাঁড়িয়ে
নিজ মনে কথা বলছ নিজের সাথে
একান্ত গোপনীয়তায় কি এত ধূসর জিজ্ঞাসা।


জীবনে তোমার নিদারুণ শূন্যতার আবির্ভাব অতিষ্ঠে
খুঁজে দেখো সুখ পাবে হয়ত একটুকু
প্রজাপতির বর্ণিল ডানায় শিশির ভেজা ফুলে।


হৃদয়ের ক্যানভাসে তুলির আঁচড় আজো জীবন্ত পরিপূর্ণ
হাসির আড়ালে  লুকোনো মনের ব্যথা
আবেগ মিশ্রিত নয়ন অপেক্ষাও রয়েছে অফুরন্ত।


ধূসর আলোয় নিজেকে আজ মুড়িয়ে নিয়েছ কেনো
কষ্ট গুলো ছেড়ে দাও সব অচেনা পথে
আকাশের দিকে তাকিয়ে নির্ঘুম কাটিওনা রাত।  


নিষ্ঠুর সময় যা ভাঙ্গার ভেঙ্গেছে নিবিড় তরঙ্গে
আরও ভাসাও সপ্ত ডিঙা সোনার তরী
লিখে দাও তোমার নাম সেই লাল পলাশের রঙে।


এখনো আছে অনেক কিছুই বাকি জীবনের আঙ্গিনায়
ডুবাও আবার চোখ সিক্ত সুখের স্রোতে
আর ভিজিওনা উৎপল ওষ্ঠ ডাগর নয়ন জলে।
_______________
১৭/০৮/১৬......এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®