কিভাবে সময়ের অসম্ভব স্বপ্নের আবির্ভাব হয়
কি করে স্বপ্ন মিলে যায় সন্ধ্যার অন্তহীন আঁধারে
শুনেছ কখনো ঝাপসা কষ্টের বৃষ্টিহীন কান্নার শব্দ
নেভানো তুষের আগুন কি করে হৃদয় করে ছারখার।


সিক্ত ভাবনা গুলো নাড়া দিয়ে যায় হৃদয় মাঝে
সুদূর নীলিমায় মেঘের গোপন প্রেম খেলা করে একাকী
জীবনের সব স্বপ্ন মুছে ফেলে আসে স্তব্ধ অবেলায়
রেখে যায় শুধু সময়ের স্মৃতি কল্পনার অনুভূতিতে।


হাসি কান্না আনন্দ বেদনা মেশানো এই জীবন পথে
অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছি নিয়তির নিষ্ঠুরতা
স্বপ্নের আঘাতে ক্ষত বিক্ষত হয়েছে হৃদয় শরীর মন
নষ্ট প্রহরের কষ্ট বুকে বেঁধে দিয়ে যায় হাতছানি।


কষ্টের আকাশ থেকে ঝরে পরে কিছু নক্ষত্র নীরবে
আমি যতই ভুলিতে চাই অতীত ততই জড়িয়ে পড়ি
দাঁড়িয়ে দেখি শূন্য আকাশ তারাবিহীন মলিন মেঘে
স্বপ্ন ডাকছে আবার আমায় কালো মলিন রুদ্রানীতে ।
_______________
১৯/০৮/১৬......এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®