চোখের পাতায় অল্প অল্প করে সাজানো স্বপ্নগুলো
ঝরে পড়ছে অবেলায় অধর বেয়ে বিন্দু জলের আলোতে,
নিষ্প্রাণ শহরের কোণায় কোণায় অলিতে গলিতে
অপাঠিত লেখা টুকরো টুকরো কাগজগুলো
গড়িয়ে যায় রাতের বাতাসে উদাস জামা গায়ে দিয়ে;
কষ্টের জোনাকিরা হাতছানি দিয়ে যায় রাতের আঁধারে।


বুক ফেটে কান্না আসে, আপন জনের দৃষ্টি হেলায়
আর কত !? জেনে নিও,
অট্টহাসির হাতুড়িতে এ পাথর হৃদয় আর পারবে না ভাঙতে।


চেয়ে দেখো,
আমি ঠিক তেমনি আছি ধূপকাঠি জ্বলা রাতের মতই নিঃসঙ্গ,
অজস্র মানুষের ভীড়ে নিশ্চুপ।

স্বপ্নের প্রলেপে অনুভূতিগুলো কিভাবে আজ নিষ্প্রাণ পাথরে
গড়ে তোলো তাচ্ছিল্যের বহুতল অট্টলিকা !


হলদে খাতার জীবন উপন্যাসে
শেষের পাতায় না লেখা শেষ দৃশ্যটা জলস্রোতেই ভেসে আসবে,
নীল দিগন্তের ওপাশ হতে,
চিরে ফেলা রাতের চোখে অচিরেই দেখবে,
স্বপ্নঝরা ভাঙা ডানার পাখিদের ঝরে পড়া পালকের নিষ্প্রাণ আকুতি;
কম্পিত ঐ বাকহীন অধরে তখন যদি ডেকে ডেকে যাও
কি আর খুঁজে পাবে এই আমাকে...
_______________
১৯/০৮/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®