আমার জীবনের স্বপ্নগুলো তুলে রেখেছি মলাটের বাঁধনে,
তোমার জন্য তুলে রেখেছি বর্ষার এক টুকরো মেঘ,
শরতের ঝরা পাতার ঝুন'ঝুন ছন্দ মেখে।


তুলে রেখেছি বসন্তের ডালে কৃষ্ণচূড়ার রক্ত ঝরা বিকেল,
মেঘহীন আকাশে জ্যোৎস্নায় প্লাবিত মাধুবী রাত,
গ্রীষ্মের সোনালী রোদে ভেজা তপ্ত দুপুর।


শীতের শিশির সিক্ত রজনীগন্ধার স্নিগ্ধতায় ভরা সকাল,
গোধূলির রুপালি আবির জড়ানো দুপুরের মৌনতা,
ঝুমকা ফুলের ঘোমটা উঠানো মধুর প্রহর।


ঘাসফুলে ঢাকা বর্ণিল সবুজ প্রান্তে পিদিম জ্বালানো সন্ধ্যা,
ঝিনুক ছড়ানো তটিনীর পারে শুভ্র মেঘের ভেলা,
হিমেল বাতাসে দোলা দেয়া শাপলার দীঘি।


হৃদয়ের মাঝে বিমোহিত মায়াময় বাঁশির সুরের আহ্বান,
অচেনা পুলক ছুঁয়ে যাবে এমন কিছু প্রেমের ঘ্রাণ,
মনের মাধুরী ঢালা ভালোবাসার কলতান।


আরো তুলে রেখেছি প্রজাপতির ডানায় সোনালী যৌবন,
অজস্র বছর পুরাতন একটি না বলা কথার মায়া,
নিপুন বাক্যে বাঁধা স্বপ্ন স্বর্গ সুখের বাসর।
_______________
২০/০৮/১৬......এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®