শোনো!! এভাবে দাঁড়িয়ে কি ভাবছো ক্লান্ত মনে,
তোমার চোখে মুখে দারুণ ক্লান্তির ছায়া,
কি হয়েছে তোমার আমায় বলো একবার।


শুনেছি পৃথিবীর পথে ঘটে ভালোবাসা বিক্রি হয়,
আমি ও বের হয়েছি এক মুঠো ভালোবাসা কিনবো বলে,
এই অমূল্য সম্পদ কি কেউ বিক্রি করে।


আমি নির্বাক নয়নে চেয়ে দেখি কে যেন আমায় ডাকে,
চোখের মিষ্টি ইশারায়, কাছে গেলাম হেসে,
কত হবে বয়স পনেরো কি ষোলো,বা আরো কম,
কৃত্রিম হাসি হেসে বললো যাবেন ??


কোথায় যাবো বলো, আপনি যেখানে নিয়ে যান,
আমার রজনী কাটে ভালোবাসা বিক্রি করে,
আজ কেউ আসেনি এদিকে, আপনি প্রথম,
পঙ্গু বাবা, বৃদ্ধা মা হয়তো পথ চেয়ে আছে আমার,
হয়তো কিছুই পড়েনি তাদের পেটে, আমিও ক্ষুধার্ত।


তোমার কেউ নেই আর, আছে এক ভাই আছে,
নিষ্প্রাণ মানুষ,নেশা করে পড়ে থাকে পথে ঘটে,
আমি ও ঘুরি পথে ঘটে নির্মম হাসি মেখে !


পথে নেমেছি পেটের দায়ে, চলুন এবার কিছু খেয়ে নেই,
ক্ষুধায় প্রাণ যায় যায়, তার পর না হয় কাটাবো রাত সাথেই,
কোন ঝোপ ঝড়ের আড়ালে, কোন নির্জন পার্কে,
একবেলা খাওয়াবেন আমারও কিছু দিতে হবে,
শরীর ছাড়া আর কিছুই নেই ভালোবাসার নামে,
কাটুক একরাত ভালোবেসে, একবেলা খাবারের দামে।
_______________
২১/০৮/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®