নিভৃত আঁধারে ঝরে পড়া ফুলের সুগন্ধ বাতাসে
মৌনতার সিঁড়ি বেয়ে নেমে এসেছে এক ঝাঁক জোনাকি।
আকাশে বর্ণীল মেঘের আর্তনাদ মাখা গর্জন
হয়তো এখনই ঝর্ণা হয়ে ঝরবে মেঘের শীতল অশ্রু।
কত যুগ হলো পিপাসিত হৃদয় নিয়ে কবি
অশ্রু পানে তৃষ্ণা মিটুক, আজ না হয় তৃপ্ত হোক মন।


ক্লান্ত মেঘেরা নিশ্চুপ হয়েছে নীল আকাশে  
তাইতো এখন সুর বাজে কবির হৃদয়ের ছেঁড়া তারে।
চেয়ে দেখে অবাক চোখে মনের আকাশে
মেঘের আড়ালে এখনো একমুঠো চাঁদের হাসি বাকি।
শরীর নিষ্প্রাণ, হাত স্পন্দনহীন,স্থির নয়ন
চোখের তারায় অগণিত প্রত্যাশার ছাপ বিদ্যমান।


কারো হাত ধরে প্রেম আগুনে হেঁটে যাওয়া  
কারো আঁচল ছায়ায় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা।
কারো পথ চেয়ে আছে তার মলিন আঁখি
হয়তো মনের গভীরে এখনো একান্ত প্রত্যাশা বাকি।
এভাবেই হয়ে যাক শেষ,নিয়ে কিছু কামনা
কবি নেবে বিদায় পৃথিবী হতে নিয়ে কিছু অপূর্ণ বাসনা।
_______________
২২/০৮/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®