আমি বড় বেমানান এখানে
তোমাদের উচ্চ শিক্ষিত সমাজের নির্লজ্জ বর্ণিল আসরে
সভ্যতার নামে অস্ফুট অন্ধকারে ডুবেছে পৃথিবী
মানবতায় নেমে এসেছে নিদারুণ নিঃস্তব্ধতা,
মন খুলে অট্টহাসি হাসে লোভ লালসার প্রেতাত্মারা
চোখের সামনে উড়িয়ে দিয়ে যায় ধ্বংসের লাল নিশান।


আমি বড় বেমানান এখানে
বৈশাখী তুমুল ভয়ংকরী ঝড় যখন করে লণ্ডভণ্ড পৃথিবী
বুকের গভীরে বেজে বেজে উঠে করুণ ব্যথার সুর
তেলশূন্য নিভু নিভু প্রদীপের আলোর মেলায়
মেঘ সিঁদুর মেশানো সন্ধ্যার নিবিড় নীরবতায়
আমি শুনি অসহায় ক্ষুধার্ত মানুষের করুণ আর্তনাদ।


আমি বড় বেমানান এখানে
নিভৃত চোখে চেয়ে দেখি দেশকে নির্মম ভাবে গিলে খায়
এক দল ঘৃণিত উড়াল শকুনের দূর্দান্ত থাবায়
মাঠের বুকের কচি ঘাসের শিশিরে ঢালে অনল
মরণের শ্বেতপত্র হাতে কাফনে ঢেকেছে পাপিষ্ঠ হৃদয়  
দেশের বুকের ভাঁজে ভাঁজে বিষাক্ত সাপের ছোবল।


আমি বড় বেমানান এখানে
আমি এখনো হলুদ খামে দেশ প্রেমের কবিতা লিখি আনন্দে
মাঠে ঘাঁটে নাম না জানা সৌরভে মন হয় উৎফল্লিত
শাপলা ভরা দীঘিতে ডুবে যাওয়া চাঁদের নৃত্য দেখি
লাল টিপ্ সবুজ আঁচলের প্রেয়সীর হাত ধরে স্বপ্নবুনি
দিগন্তের ওপারে পেতে চাই প্রাপ্তি স্বপ্ন স্বর্গ সুখের বাসরে।


আমি বড় বেমানান এখানে
ধূসর রক্তাক্ত করুণ প্রান্তে আমি বড় বেমানান .........
______________
২৫/০৮/১৬.....এথেন্স,গ্রীস  
© Copyright সংরক্ষিত ®