মনের অভিমানী বৃক্ষ থেকে একটি একটি করে
স্বপ্নগুলো ঝরে পরে গ্রীষ্মের উষ্ণ বাতাসের বুকে
অধীর অস্থির করে তোলে অস্তিত্বের তপ্ত নিঃশ্বাসে।


বিধ্বস্ত সময়ে মৌনতার সৌরভে পড়ন্ত বিকেলে
নিনাদে কেঁপে উঠে হৃদয়ের আবেগহীন শত বাক্য  
ভয়াল অন্ধকারের অবাঞ্চিত সুরে করুণ গান গেয়ে।


প্রত্যাশা বিলুপ্ত হয়ে যায় ফেলে আসা দূরগামী জাহাজে
বিলাসিতার দুর্দান্ত বৈষম্যের বিরূপ দাপটে
চোখের জমে থাকা অশ্রু শুকায় মায়া স্মৃতির দহনে।


কালিবিহীন কলম দিয়ে লিখেছে অদৃশ্যের রেখা
ভাগ্যের হেয়ালি নিয়ে পরাজিত জীবনের ব্যথা
অশ্রুরা ঝরে পড়ে বালুকণা হয়ে অতৃপ্ত আঁখি নীড়ে।


ষোড়শীর ঠোঁটের রঙের মতো বদলে যাওয়া সময়
অনেক কিছুই নিয়ে গেছে তার সাথে সঙ্গী করে
রেখে গেছে অশ্রু ভেজা নীল নীলান্তের দুর্লভ প্রত্যাশা।
_______________
২৬/০৮/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®