সিন্ধু নদী পেরিয়ে মরুভূমির বুকে তৃষ্ণিত হৃদয়ে
চাতক চাহনিতে হেঁটেই চলেছি স্বপ্ন পূর্ণতার স্বার্থে
পৃথিবী নামক এই নাট্য মঞ্চে শুধুই চরিত্র বদলের খেলা
দিশাহীন পথ চলা নির্বাক আশা আর নিরাশার মাঝে।


সময়ের নির্মম স্রোতে ভেসে যায় অনেক কিছুই নীরবে
মুহূর্তেই ধূসর বিষাদের ছায়ায় ঢেকে যায় চাঁদের হাসি
দৃষ্টির সীমানায় উড়ন্ত পাখিদের ডানা ঝাপ্টানো শব্দে
অমাবশ্যার আঁধারে আলপনা এঁকে যায় করুণ সুরে।


আমার অপূর্ণ শূন্যতা পূরণ হয় না কিছুতেই
কতো যুগ ধরে তপ্ত মরুর বুকে চলতে চলতে একাকী
অজস্র নিশীথিনী প্রহর কেটে যায় প্রভাতের অপেক্ষায়
মহাকালের যাত্রায় আমি এক নিঃস্ব ক্লান্ত যাযাবর।


কালের প্রবাহ থেকে আমি চুষে নিয়ে সময়ের বিষাক্ততা
নিজের মনে গড়ি স্বপ্নের রাজ্ প্রাসাদ কষ্টের সীমানায়
অতীতের সব হাসি কান্না সুখ আনন্দ সাথে নিয়ে এভাবেই
হেসে খেলে কেটে যায় আমার নির্জন বিমুগ্ধ রজনী।


ঠিকানা বিহীন পথ প্রান্তে চাঁদ তারার মিছিলে
অজানা পৃথিবীর বুকে স্নিগ্ধ জোৎস্নায় ভেসে হাসি মুখে
সন্ধ্যার রক্তিম সূর্যের আবিরে নিজেকে সাজিয়ে
নির্বাসিত জীবনের সাথে সন্ধি করে কেটে যাক বাকি দিন।
_______________
২৭/০৮/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®