আমি নির্বিকার চেয়ে দেখি,
এই আঁধার শহরের অনন্য মিথ্যের ভিড়ে,
ভোরের পুষ্প ফোটে লজ্জিতার পাপড়ি মেলে,
যেখানে অজস্র আর্তনাদ হয় বিলীন কষ্টের সুরে।

আমি নির্বিকার চেয়ে দেখি,
প্রজন্মের পরে প্রজন্ম ঠিক একই নিয়মে,
পরিণত হয়েছে অনুভূতিহীন যান্ত্রিক মানবে,
লিপ্ত হয়েছে অমানবিক বোধহীন প্রতিযোগিতায়।


আমি নির্বিকার চেয়ে দেখি,
যখন চোখের সামনে মানুষের দুই রূপ,
সভ্যতার মুখোশ দিনের আলোয় নিরূপিত,
রাতের আঁধারের ভোগ বিলাসিতার পার্থক্যে।


আমি নির্বিকার চেয়ে দেখি,
একদিকে খাবারের হাহাকারে অশ্রু ক্লান্ত,
অবসন্ন মন শীর্ণ কঙ্কালসার দেহের ক্ষীণ দৃষ্টি,
অন্য দিকে অপচয়ের উল্লাসে আত্মহারা মানুষ।


আমি নির্বিকার চেয়ে দেখি,
পথের ধারে অসংখ্য গৃহহীনদের সংসার,
দুর্লভ বাসনাগুলি মাতৃকোলে মুখ লুকিয়ে কাঁদে,
আবার দেখি, বিত্তের হুঙ্কারে চুরমার বস্তির হাহাকার।


আমি নির্বিকার চেয়ে দেখি,
নির্বোধ শান্তির এক পতাকা তলে দাঁড়িয়ে,
আশাহীন হৃদয় কাঁদে নির্বাক নিরাশার পথে,
অগনিত মানুষ মরে ধর্মের নামে মানবতার নামে।


আমি নির্বিকার চেয়ে দেখি,
শ্বেত পায়রা উড়ানোর নাটকীয় দৃশ্যগুলো কেমন অদ্ভুত লাগে।
_______________
২৮/০৮/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®