প্রকৃতি আমায় অনেক টানে হৃদয় থেকে
এক দিনের কিছুটা সময় জীবনের ক্লান্তির কোলাহল থেকে
নিজেকে মুক্ত করে বের হলাম সমুদ্র বিলাসে।


স্বর্ণ ঝরা সৈকতে যেখানে দিগন্ত আর উদাধির সঙ্গম সজ্জা বিছানো
ছান্দিক স্রোতের বিশাল আদিগন্ত নীল নিরালে
অর্ণবের প্রতিটি অনাবিল ঢেউয়ের স্পন্দন ছুঁয়ে গেলো হৃদয়।


মনের সব ক্লান্তি ঝিনুকের খোলসে ঢেকে
মন উড়ে গেলো শুভ্র মেঘের মিনারে গাংচিলের মৌনতা নিয়ে
মনের সব বিষণ্ণতা ধুয়ে ধুয়ে গেলো উত্তাল তরঙ্গে।


আমি সতেজ হয়ে উঠলাম আবার সেই
নব যৌবনের দুর্ণিবার উজ্জ্বলতায়
শতাব্দীর সব ক্লান্তির গ্লানি বিসর্জন দিয়ে দিগন্তের নীলে।


বিকেলের সোনালী আভার রংধনু বেয়ে
ফিরে এলাম পাখির কলরব মুখরিত সন্ধ্যায় স্বপ্ন নীড়ে
হয়তো কেটে যাবে এই স্মৃতির সুগন্ধে জীবনের ক্লান্ত কয়েক যুগ।
_______________
২৯/০৮/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®