তোমার চোখের ভাষা এখনো পড়া হয়নি
আঁধারের বাঁধনে বাঁধা কিছু শব্দ কথা
অবিরাম ছুটে চলা ক্লান্তির প্রতিচ্ছবি।


আমি হারিয়েছি শুধু মিথ্যে মায়া দিগন্তে
কখনো পাই দেখা গভীর ব্যথার কল্লোল
আবার সন্ধ্যা আবীরে পাখীর কাকলী।


এই মনে ছিল আকাশ ছোঁয়ার রঙিন বাসনা
নিষ্পাপ শিশুর মত অবুঝ প্রেমের স্পর্শ
নয়ন কোণে এক ঝাক পায়রার শুভ্র স্বপ্ন
বিস্তীর্ণস্থানে সজীবতা খুঁজেছি একান্ত চিত্তে।


বয়েসী চোখে এখন যেদিকে তাকিয়ে দেখি
শুধুই ঝরে পরা পাপড়ি ছন্দ মেশানো আকুতি
স্পন্দনহীন ভালবাসার গভীর মায়ার জাল।


নীল প্রজাপতির ডানায় অনেক স্বপ্ন ছিল
আজ সব বিলীন হয়েছে স্বার্থের আড়ালে
এখন ধুঁ'ধু বালুচরে মনহীন মানুষের বাস।  
_______________
৩০/০৮/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®