ঘনিয়ে আসা সন্ধ্যার আঁধার উপেক্ষা করে নির্দ্বিধায়
এসেছিলে তুমি একান্ত নিভৃতে আমার দ্বার প্রান্তে
আমার জন্য আঁচলে বাঁধা ছিল একরাশ রক্তরাঙা অন্তহীন প্রভাত
মুখরিত কলরবের মনমোহিনী রাগিনী অনুরাগের ছোঁয়া মেখে।


উপচে পড়া প্রদীপের আলো তখন নিভু নিভু
সুদর্শণার পাখার আঁধারে খুঁজেছো আমায় মলিন চোখে
পরাজিত সময়ের নীরব প্রশ্ন ছিল চিরল গানের ঠোঁটে
ফোঁটা ফোঁটা হয়ে গড়িয়ে পড়ছিলো আবেগ কপোল বেয়ে।


আমি দেখছিলাম চেয়ে আষাঢ় নেমেছে শুকনো তটিনী তটে
পাতা ঝরা সন্ধ্যায় রিক্ত রংহীন কাননে শিশিরের মৌনতা  
গোলাপের বুকে দাগ কেটে গেলো চোখের কাজল ধোয়া জল
পদ্ম ফোটা দীঘির কালো জলে ঝরে যায় বিরহ স্বপ্ন বিলাসে।


আবার হবে দেখা কোনো এক মধুময় পাপড়ি ঝরা বসন্তে
মধু যামিনী সাজবে আবার প্রেমের পরাগরেণূ মেখে
বাঁশরী সুরে গাইবে ভ্রমর প্রেম নিমন্ত্রণের অসীম আনন্দে
আলিঙ্গনের সুখ পাবে আবার জ্যোৎস্না বেলার কুঞ্জবনে।


অজস্র প্রত্যাশায় এসেছিলে তুমি একান্ত নিবিড় অভিসারে
ফিরে গেলে তুমি আঁচলে বেঁধে একরাশ ব্যথাতুর অশ্রু নয়নে
পাতার আড়ালে পূর্ণিমা রাতের সেই জোনাক চোখের অভিমানে
রুদ্ধ দ্বারে এসে চুপিসারে যেভাবে হারায় অলি বিষাদের গানে।
_______________
৩১/০৮/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®