সময়ের বাঁধনে বাঁধা অনেক কিছুই
প্রহরের ছন্দ পতন ঘটে ধীরে ধীরে ঘড়ির স্পন্দনে
আবর্তনের কিছু হাসি কিছু কান্নার স্বাদ
জীবন পথের সাথী।


বিরামহীন পথ চলা নির্বাক নয়নে
প্রতি পদে পদে কিছু শিক্ষা কিছু পাওয়া না পাওয়া
জীবনের হিসেব মিলানোর আশা,
অনেক প্রত্যাশা, তবুও জীবন পথে চলা।


অনন্ত নগরের পথিক বেঁচে থাকে মাত্র
তুচ্ছ নিয়ম রক্ষায়,
কখনো তপ্ত দুপুরে কখনো অলস বিকেলের আবেশে
কখনো মাধবী চাঁদের জ্যোৎস্নায়,
কখনো ভোরের পাখিদের কলতানে,
নেমে যেতেই হয় শেষ গন্তব্যে একাকী,
অনন্ত নগরে।
_______________
০২/০৯/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®