আমার সুপ্রিয় বন্ধু Zed U Ahmed এর আগামী মহান ২১ সে বই মেলার ষটপদীর কাব্য গ্রন্থ "মুক্ত মনি" থেকে আবার যদি দেখা হয় সিরিজের কবিতা পড়ে অনেক অনুপ্রাণিত হয়ে আমি আমার মতো করে লিখার চেষ্টা করেছি, আমার এই কবিতা আমার সুপ্রিয় শ্রদ্ধেয় পাঠক বৃন্দ, ও আমার সকল প্রানপ্রিয় বন্ধুদের উৎসর্গ করলাম। ...... :) :) :)


যদি দেখা হয় তোমার আমার
কোনো রংহীন রংতুলির আঁচড়ে আঁকা শুভ্র প্রভাতের ক্যানভাসে
একটু একটু করে ঘনিয়ে আসা আঁধারের ক্লান্তি জাগানো লগ্নে
কোনো বর্ষার ভেজা চাঁদের আলোর প্রদীপ জ্বলা সন্ধ্যায়।


যদি দেখা হয় তোমার আমার
কাশফুল ঢাকা কোনো তটিনীর তীরে দৃষ্টির উচ্ছলতায়
রোদেলা ভাদর দুপুরে শ্যাওলা জমানো পুকুর ঘাটের স্নিগ্ধতায়
বিকেলের মিহি ঝিলিক বেলায় অলস পাখিদের কলতানে।


যদি দেখা হয় তোমার আমার
বয়সের হাতে ধুলো বালি মাখা ঝরে পড়া পাতার ছায়ার আড়ালে
চাঁদের পরাগরেণূ মাখা মনোরম ফাল্গুনী বাতাসের দোলায়
প্রজাপতির বর্ণিল ডানার অদৃশ্য মায়ার অন্তরালে।


যদি দেখা হয় তোমার আমার
পরাভূত সময়ের হাতে পরাজিত হয়ে আহতের ভ্রান্ত পথে
যুগের লালিত পূর্ণতা এনে দ্বিধাহীন লেখা কবিতার মিলিন পাতায়
কোকিলের সুরে ভেঙে যাওয়া ঘুমের ঘোরের মুগ্ধতায়।


যদি দেখা হয় তোমার আমার
শরতের আবেশে ময়ূরের বর্ণিল পেখমের ছন্দ নৃত্যের তালে
নিভৃতে কুড়িয়ে নেয়া গন্ধহীন নিঃস্ব ফুল ঝরা রাতে
দূর নীল জলজ রেখার নির্বাসনে যাওয়া প্রহরে।  


যদি দেখা হয় তোমার আমার .............
_______________
০৬/০৯/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®