আজ এই বৃষ্টি ভেজা সন্ধ্যায়
তোমার সোনালী ফ্রেমে বাঁধা ছবিটা
আমাকে নিষ্প্রাণ করে গেলো ঠিক তোমার মতো।


একবার স্পর্শ করে যে প্রেম রেখে গিয়েছিলে
আলতা রাঙা রুমালের ভাঁজে শুকনো পাপড়ি
এখন বিন্দু বিন্দু হয়ে ঝরে জানালার কাঁচ বেয়ে।


মাঝে মাঝে প্রবল ছোবলের নীল বিষ
কি নিদারুণ সান্ত্বনা জাগানো কষ্টে হাসে হৃদয়
অবিরাম ভিজে যায় কোনো এক নীরব অশ্রুজলে।


তুমি কি কখনো মেঘের কষ্ট দেখেছো
তার বুকে প্রবাহমান আগুনে স্রোতের দগ্ধতা
শস্যে ভরা ক্ষেত জ্বালিয়ে বিলীন করে দেয় নিমিষে।

তুমি প্রতি বসন্তে ফাল্গুনের আগুন হয়ে
ফিরে আসো মুকুট পড়া প্রেমের দেবী রূপে
প্লাবিত করো ভালোবাসার বন্যায় নয়নের নীরে।
_______________
২২/০৯/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®