হৃদয়ের শেষ সম্বলটুকু দিয়ে কণ্ঠাভরণ বানিয়ে
চৈতের সন্ধ্যায় নীরব লগ্নে দাঁড়িয়ে ছিলাম
চাতক চোখে তোমার প্রতীক্ষায়।


আমার প্রথম প্রেমের টানে
নতুনত্বের জ্যোতিময় উৎসবে মেতে উঠে
মেঘের তুলিতে এঁকে সময়ের ব্যবধান
অবুঝ মনের গভীরে নীলকণ্ঠ পাখির কলতানে
ভুলে ছিলাম তৃষ্ণিত প্রহরের কষ্ট।


শুধুই অসীম প্রতীক্ষায়
ভালোবাসার অবিচ্ছেদ্য অঙ্গীকারের স্বাদ কি
শুধুই প্রতীক্ষার প্রহরের জন্য ??


সময়ের ঢেউ উথাল পাথাল করে দিয়ে যায় সব
ভীষণ এক অস্থিরতা ছুঁয়ে ছুঁয়ে যায় মনের গহীনে  
কত শব্দের আল্পনা আঁকা ছিল দু'জনার
প্রেমের অনামিকায় নীপবনের সিক্ত প্রহরে।


ধীরে ধীরে অঝোর রাতের তারারা ঝরে পড়ে
মেঘের সাথে খেলা করতে করতে ক্লান্ত শশী
ঢলে পরে শাপলা বনে নির্বাক চিত্তে।
  
তুমি এখনো কেনোযে এলেনা
মনের অজ্ঞাতেই গুটিয়ে নিয়ে নিজেকে
বসে আছি কত অজস্র যুগ ধরে হৃদয় পুরের মালঞ্চে।
_______________
২৪/০৯/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®