অস্তিত্বের অপবাদ নিয়ে চেয়ে থাকি নির্বাক
আয়নার অনুধ্যায় আমার প্রতিচ্ছবি
বিষণ্ণ অস্তিত্বের আঁধারে দাঁড়িয়ে  
এক অনুপম ব্যথার নির্মম হাসি হেসে।


আপন অনুতাপে আর জানিনা কতো পুড়বে
হৃদয়ে জ্বালাময় অসীম ভালোবাসা
নিজের প্রেম বিসর্জন দিয়ে কিনেছি অনেক
অবিচ্ছেদ্য নির্বোধ অখ্যাতি
অনুচিন্তার দ্বার ভেঙে গভীর নির্লজ্জায়।

অকৃত্রিম ভালোবাসার প্রতিদান শুধুই
দিগন্তে শব্দের পাখির মতো
হাজার ডাকেও ফিরে আসেনা কখনোই  
হয়তো অনেক কিছুই গচ্ছিত রবে
লেনাদেনাহীন ভাব বিনিময়ে।


যন্ত্রণার শরবিদ্ধ হৃৎপিণ্ডে একটাই প্রশ্ন
আমি কি এতোই ভ্রষ্টচরিত্র।
_______________
২৫/০৯/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®