আমার বিনিদ্র রাতগুলো কেটে যায় অলস,
বেলার নির্লিপ্ত জমিনে,
চাঁদের বিভোর প্রেম মধুর অভিসারে।


বিবর্ণ ভালোবাসা কখনোই টানেনি আমায়,
অপেক্ষায় কেটেছে অজস্র যুগ,
বিরতিহীন জীবনের মৃত্যুর আলিঙ্গনে।


অজানা ভালোবাসা হৃদয়ে লালন করে এভাবেই,
নির্দ্বিধায় এখনো বেঁচে আছি,
জীবনের খেঁয়া নৌকার বৈঠা হারিয়ে।


দোহাই ! তুমি জানতে চেয়োনা কখনোই কিভাবে,
কেটেছে জীবনের বিদীর্ণ পথ,
একাকিত্বের জানালায় দাঁড়িয়ে নির্বাক হেসে।


ভেঙেছে অনেক হৃদয় অপ্রত্যাশিত এক অন্ধকারে,
ছলনায় নয়, অজানা মোহের বসে,
নোনাজলে ভিজানো প্রণয়ী ঠোঁটের বাক্যে।


আমার জানতে ইচ্ছে করে জীবনের মূল্য কি শুধুই,
ভালোবাসা নামক আবেগে সীমাবদ্ধ,
নাকি প্রেমের প্রতিদানের প্রদীপ শিখায়।
_______________
০৫/১০/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®